আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত


আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নে’র বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘুমধুম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে ঘুমধুম ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেক দলের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জন সমাবেশে অংশগ্রহণ করেন নেতা কর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মজিবুর রশিদ, সহ-সভাপতি সাশৈপ্রু, বান্দরবানের যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম চৌধুরী।বান্দরবান জেলা মহিলা সভাপতি
মিসেস নিরুতাজ বেগম নিলা, বান্দরবান জিয়ামঞ্চ মোসলেম উদ্দিন চৌধুরী, বান্দরবান জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দি প্রমুখ। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি উফেচা মার্মা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ডাঃ মিজান, সাবেক যুগ্ন আহবায়ক  আমিরুল কবির রাকিক, বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাংবাদিক আবদুর রশিদ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসমাবেশে প্রধান অতিথি সাবেক এমপি সাচিং প্রু জেরী প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, দেশ নায়ক তারেক রহমান’র নির্দেশে বিএনপিকে সুসংগঠিত করতে বান্দরবানের প্রতিটি পৌরসভা উপজেলা ইউনিয়নসহ গ্রাম-গঞ্জে বিএনপি’র নাম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তারই ফসল হিসেবে বান্দরবানের প্রতিটি গ্রামে আজ বিএনপির দুর্গ হিসাবে পরিচিতি লাভ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর