শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:
উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়িতে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো: মাজহারুল ইসলাম চৌধুরী।
সোমবার (২৮ অক্টোবর ) সকালে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমত জাহান ইতু’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণ করায় নতুন ইউএনও’কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ।
নতুন ইউএনও মাজহারুল ইসলাম ইতোপূর্বে বান্দরবানের আলীকদম উপজেলাসহ বিভিন্ন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে সরকারী চাকুরে জীবন শুরু করেন।
Leave a Reply