পতেঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে কাটগড় সৈকত কমিউনিটি সেন্টারে নয় দফা দাবি বাস্তবায়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা নাগরিক পরিষদের সভাপতি আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পতেঙ্গা নাগরিক পরিষদের মতবিনিময় সভায় ওয়াসার সুপেয় পানি,বহুতল ভবনের অনুমতি, সরকারি হাসপাতাল, বয়েজ কলেজ, পানি নিষ্কাসনের ব্যবস্থা,কন্টেইনার ডিপোর সৃষ্টি যানজট, অবৈধ ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও দখলমুক্ত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনসহ ৯ টি যৌক্তিক দাবি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে আদায়ের লক্ষ্যে জোর দাবি জানান। এতে বক্তব্য রাখেন, সমাজ সেবক মো.রিয়াজুল হক শাহীন, মুন্সি মিয়া,শওকত হাসান, খুরশিদ আলম,মোজাহের আলম ফোরকান,ইয়াহিয়া তারেক,মো.দেলোয়ার হোসেন, এস এম দিদারুল আলম, সাইফুদ্দিন খালেক,আবুল খায়ের,মো.ইলিয়াস, নেছার আহমেদ, আলী নওশাদ,নূর নাহার,নুরুল আবছার ভুট্টো, রফিকুল ইসলাম খোরশেদ, আলী নূর,মোশারফ উদ্দিন খালেদ,আল আমিন।
এসময় প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠন,মুসলিমাবাদ সমাজিক উন্নয়ন পরিষদ,সৈকত হাউজিং সোসাইটি, পতেঙ্গা মানব কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীতে অবহেলিত পতেঙ্গাবাসী মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ রাজপথে অবস্থান কর্মসূচির কথা জানান।
Leave a Reply