আজ ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করলেন ডিআইজি হাবিবুর রহমান খান


 চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী হাইওয়ে থানার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের ডিআইজি অপারেশন ডিআইজি হাবিবুর রহমান খান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দোহাজারী হাইওয়ে থানার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের ডিআইজি অপারেশন হাবিবুর রহমান খান।

মতবিনিময় সভায় এ সময় তিনি প্রথমে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ সংক্রান্তে বক্তব্য শ্রবণ পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি দোহাজারী হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে সরকারি দায়িত্ব পালন করার জন্য বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন।

এসময়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, এস আই আব্দুল মতিন, সার্জেন্ট ওমর ফারুক, এএসআই মঞ্জুর আহম্মদ এবং দোহাজারী হাইওয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর