আজাদ চৌধুরী (চট্টগ্রাম)
২ কোটি ৫০ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ অক্টোবর) আসামি মোহাম্মদ সেলিম আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নাকচ করে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন।
সোমবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর কাজী সানোয়ার আহমেদ লাভলু। তিনি জানান, সরকারি একটি উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ৫০ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
সূত্রটি জানায়, এ ঘটনায় ২০১৯ সালের ৮ নভেম্বর ভূমি অধিগ্রহণ শাখার তৎকালীন চেইনম্যান নজরুল ইসলাম এবং একই শাখার অফিস সহায়ক মোহাম্মদ তসলিম উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রতন কুমার দাশ।
মামলার তদন্তে ক্ষতিপূরণের আড়াই কোটিরও বেশি টাকা আত্মসাতের ঘটনায় এজাহারভুক্ত আসামি নজরুল ইসলাম ও মোহাম্মদ তসলিম উদ্দিন ছাড়াও ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ সেলিম, ইউসিবিএল ব্যাংক, চট্টগ্রামের মুরাদপুর শাখার সাবেক অপারেশন ম্যানেজার ইব্রাহিম মিয়া এবং নাছের আহমেদের জড়িত থাকার প্রমাণ পায় দুদক।
চলতি বছরের ৩০ জুন উক্ত পাঁচজনকে অভিযুক্ত করে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা সংস্থার সহকারী পরিচালক রতন কুমার দাশ। গত ২৮ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
Leave a Reply