আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দরবারে গারাংগিয়া যিকির মাহফিল পরিচালনা কমিটি বাঁশখালী’র উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (স.) ও ইছালে ছওয়াব মাহফিল ৮ নভেম্বর


দরবারে গারাংগিয়া যিকির মাহফিল পরিচালনা কমিটি বাঁশখালী’র উদ্যোগে বাঁশখালীর রামদাশ মুন্সিরহাট বাজার সংলগ্ন নূর জাহান কনভেনশন হলে ৮ ও ৯ নভেম্বর জুমাবার ও শনিবার প্রত্যহ বেলা ২টা থেকে আরম্ভ হয়ে ২ দিনব্যাপী ৮ম পবিত্র মিলাদুন্নবী (স.), জিকির, ও ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত হাদিয়ে দ্বিনোমিল্লাত পীরে কামেল মুরশেদে বরহক হযরত আলহাজ্ব শাহজাদা মাওলানা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ) পীর ছাহেব কেবলা গারাংগিয়া।

উক্ত মাহফিলে দরবারে গারাংগিয়ার সকল পীরমুর্শিদ ও ভক্তানুরাগীদের উপস্থিত থাকার জন্য মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বিন নজির আহ্বান জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর