আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তুমব্রু সীমান্তে বিজিবি’র অভিযান:১০ হাজার পিস ইয়াবা উদ্ধার 


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪ বিজিবি’র অভিযানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন তুমব্রু বিওপির একটি বিশেষ টহলদল।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) বিকালে সীমান্ত পিলার-৩৩ থেকে প্রায় ১০০ গজ দূরত্বে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত চিকনপাতার বাগানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়। বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়।

এ সময় বিজিবি’র টহলদল মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি অভিযানের সফলতার কথা নিশ্চিত করে জানান, চোরাকারবারীদের সনাক্ত করার লক্ষ্যে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর