আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা


রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গামাটি-বান্দরবান সড়কের কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটে রাঙ্গুনিয়া অংশে ট্রাকের ধাক্কায় এক পথচারী নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়ার লিচুবাগান অংশে ফেরিতে উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। আহত নারীর নাম রুমা আকতার (৪২)। তিনি কাপ্তাইয়ের রাইখালি ও রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের মধ্যবর্তী সন্দীপ পাড়া এলাকার বাসিন্দা মো. আবু তাহেরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাঙ্গুনিয়া অংশে ফেরিতে উঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি মালামালে ভর্তি থাকায় কোনো যাত্রী ছিলেন না। তবে অটোরিকশার সামনে থাকা রুমা আকতার গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালে পাঠান। হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, রুমা আকতারের মাথায় আঘাত লেগেছে, কানের অর্ধেক ছিঁড়ে গেছে এবং ডান পায়ের হাড় ভেঙে গেছে।

তিনি আরও জানান, “সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক চট্টগ্রামে রেফার করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ডিউটি অফিসার জানান, তিনি সকাল ৮টা থেকে ডিউটিতে রয়েছেন, কিন্তু এ ধরনের কোনো ঘটনা কেউ তাদের জানায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর