মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> অমর একুশে “জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন”- এর জিনিয়াস ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগীতায়’২০২৫ চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলের নবম শ্রেনীর কৃতি ছাত্র আব্দুল্লাহ আল সাহিল ” রচনা প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। আব্দুল্লাহ আল সাহিল সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম ও মাতা হুমায়রা বেগম দম্পতির ১ম সন্তান।২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩ টার সময় চট্টগ্রাম নগরীর ‘অপর্নাচরন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে জিনিয়াস বাংলাদেশ অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে আব্দুল্লাহ আল সাহিলকে এ পুরুস্কার তোলে দেওয়া হয়। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. শাহ নওয়াজ।অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবু তালেব বেলালের সভাপতিত্বে জিনিয়াস সদস্য সচিব বিলকিছ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী শওকত জাহান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালনা কমিটির সদস্য ডি আই এম জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যায়ে তিনটি গ্রুপে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রত্যেক গ্রুপের সেরা ১৫ জন করে মোট ৪৫ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীদের মনে মাতৃভাষার প্রতি সম্মান ও ভালোবাসা জাগ্রত করে তোলা এ আয়োজনের মূল লক্ষ্য। কচিকাঁচা শিক্ষার্থীর রং-তুলির আঁচড়ে, রচনায় ফুটে উঠেছে ভাষা শহীদ, শহীদ মিনার ও ভাষা আন্দোলনের চিত্র। এই প্রতিযোগিতার মাধ্যমে ছোট থেকেই শিশুরা ভাষা আন্দোলনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এই প্রত্যাশা থেকেই এই প্রতিযোগিতা আয়োজন।প্রধান অথিতির বক্তব্যে সাংবাদিক শাহনেওয়াজ বলেন, প্রতিযোগিতায় ভালো করার চেয়ে অংশগ্রহণ করাটাই হলো মূখ্য বিষয়। অংশগ্রহণ করা মানেই প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করবো বিষয়টা এমন নয়। হার-জিত থাকবেই, মন খারাপ করলে চলবে না। তিনি সকল ছাত্রছাত্রীকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। একইসঙ্গে সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালনের জন্য অভিভাবকদের অনুরোধ করেন।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সুফিয়ান, সাংবাদিক এনামুল হক রাশেদী, সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম, নাট্যভিনেতা মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী, ফয়েজ আহমেদ, সায়েদ মুহাম্মদ সাইমুম সাকিব ও তাসনোভা আহমেদ তাহিসহ শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply