আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জঙ্গলে মিলল মীরসরাই আ.লীগ নেতার লাশ


অনলাইন ডেস্ক

মীরসরাইয়ে নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবু তাহের ভূঁইয়া উপজেলার জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর