আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছোট মহেশখালী ঠাকুরতলায় ৪টি বাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা


সরওয়ার কামাল, মহেশখালীঃ

১৫ই নভেম্বর ছোট মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ঠাকুরতলা এলাকায় ৪টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সুত্রপাত বিদ্যুৎ এর শর্ট সার্কিট বলে জানাগেছে। আগুনের পরিধি বড় হওয়ায় পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ১৩ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীমতি রানী দে, অন্জলী রানী দে, পলাশ দে ও লক্ষ্নী রানী এর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পারিবারিক সুত্রে জানাগেছে, শ্রীমতি রানী দে’র ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭লক্ষ টাকা, অন্জলী রানী দে’র ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪লক্ষ টাকা, পলাশ দে’র ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকার মত, ও লক্ষ্নী রানী দে’র ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১ লক্ষ টাকার মত। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো জানাগেছে, শ্রীমতি রানী দে’র ৩ মেয়ে, ২ছেলে, বড় মেয়ে প্রিয়াঙ্কা অনার্স ফাস্ট ইয়ারে অধ্যয়নরত, ছেলে মানিক ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থী তাদের সব সার্টিফিকেট সহ সব ডকুমেন্টপত্র পুড়ে গেছে ও পলাশ দে’র সার্টিফিকেট সহ সব ডকুমেন্ট পত্র পুড়ে ছাই হয়ে গেছে। অন্জলীর ১ ছেলে শান্ত সেন, লক্ষ্নী রানী দে’র ২ছেলে, ১মেয়ে। ৪ পরিবারই বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করে যাচ্ছে। মৃত জাপান চন্দ্রের স্ত্রী শ্রীমতি রাণী দে, মৃত সুরেশ লালের পুত্র পলাশ দে, মৃত প্রবীর সেনের স্ত্রী অন্জলী রাণী দে, মৃত স্বামী স্বপন দে’র স্ত্রী লক্ষ্নী রাণী দে। এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মিকি মারমা জানান, ক্ষতিগ্রস্তদের কে সাধ্যমত সহযোগীতা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর