আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চিরনিদ্রায় শায়িত হলেন আলহাজ্ব খোরশেদ উল্লাহ রজায়ী হুজুরের আম্মাজান নুরজাহান বেগম


আনোয়ারা প্রতিনিধি:

উপমহাদেশে ঐতিহ্যবাহী আনোয়ারা ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হযরত শাহ্ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)’র আওলাদ পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী হুজুরের আম্মাজান মোছাম্মৎ নুরজাহান বেগম (৮৫) ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজীয়ুন।

সোমবার (২৩ডিসেম্বর) রাত ৯ টা ৩৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চার ছেলে, তিনি মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)বেলা ১১টায় রজায়ী বিশ্ব নূর মঞ্জিলের শাহী ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।রত্নগর্ভা এই মহীয়সী মায়ের জানাযায় ইমামতি করেন পীরজাদা নাঈম উদ্দীন রজায়ী। এসময় ওষখাইন আলী নগর দরবার শরীফের আওলাদগণ,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাগণ ও বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য মোছাম্মৎ নুরজাহান বেগম (৮৫) ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের প্রতিষ্টাতা শাহীন শাহে বেলায়ত ৩৬বছর বনবাসী সাধক আল্লামা শাহ্ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)’র ছোট পুত্রের আউলাদ হযরত শাহ্ সুফি পীর মৌলানা নুরুল আলম শাহ্ (রহঃ)’ তাহাঁর প্রথম পুত্র হযরত শাহ্ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)সহধর্মিণী


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর