আজ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দগাঁওয়ে মদ-গাঁজাসহ গ্রেপ্তার ৩


চাটগাঁ নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৫৫ লিটার মদ এবং ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ই মার্চ) রাতে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল, কালুরঘাট এবং সেবা খলা মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রো (উত্তর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন – চান্দগাঁও (৬নম্বর ওয়ার্ড) রাহাত্তার পুল কালু সওদাগরের বাড়ির মো: ইদ্রিসের ছেলে মো: সামশুল আলম (৩৯), পাঠান পাড়া মোহরা এলাকার মৃত রাজা মিয়া ড্রাইভারের ছেলে মো: ইস্কান্দর আলী (৫৫) এবং মোমবাতি ফ্যাক্টরি কালুরঘাট এলাকার দিলীপ দাসের ছেলে টিটু দাস (৪৭)।

এসময় সামশুল আলম থেকে ২৫০ গাঁজা, ইস্কান্দর আলী থেকে ৪০ লিটার মদ এবং টিটু দাস থেকে আরও ১৫ লিটার মদ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রো (উত্তর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গাঁজা-মদসহ তিনজনকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর