আজ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চবি ২০ তম ব্যাচের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পবিত্র রমজানে ৮ মার্চ ইফতার মাহফিল


অনলাইন ডেস্ক: চবি ২০তম ব্যাচের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এশিয়ান ওমেন ইউনিভার্সিটির প্রফেসর ড. মঈনুল ইসলাম।

সভায় সর্বসম্মতিক্রমে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও পবিত্র রমজান উপলক্ষে ৮ মার্চ শনিবার কিশলয় ক্লাবে ইফতার মাহফিল করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস, ইফতারের পূর্বে পবিত্র খতমে কুরআন এতিমের মাধ্যমে সম্পন্ন করারও সিদ্ধান্ত হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন প্রফেসর ড. মনির, নুরুল আবছার চৌধুরী, মামুন, রোকন, ফেরদৌস, আব্দুল হাই পিন্টু, রোখসানা, ইউনুছ, মাইনুদ্দিন বাবু, শওকত, মিনার, প্রবীর, নওশাদ প্রমূখ। সভায় কুমিল্লা চবি ২০ তম ব্যাচের বন্ধু আড্ডা সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে নন্দনকানন বোস ব্রাদার্স এর সামনে বন্ধুরা মিলিত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি শহীদদের রুহের মাগফেরাত কামনা করা ও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য র‍্যালী নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করার বিষয়ে আলোকপাত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর