আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চবি ২০ তম ব্যাচের বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার-এর বাসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০ তম ব্যাচের বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় বার্ষিক বনভোজন ও মিলনমেলা আয়োজনের অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হয়। বনভোজন সফলের জন্য আরও বিভিন্ন পদক্ষেপ ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বনভোজনের ভেন্যু হচ্ছে কুমিল্লা কোটবাড়ীর ডাইনোসর পার্ক। আগামী ১৮ জানুয়ারী ২০২৫ (শনিবার) যাত্রা হবে। উক্ত বনভোজনের রেজিষ্ট্রেশন ফি-চবিয়ান- ১০০০/- (এক হাজার টাকা), পরিবারের সদস্য -৫০০/- (পাঁচশত টাকা) এবং ড্রাইভার-৩০০/- (তিনশত টাকা) নির্ধারণ করা হয়।

আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়। এবং রেজিষ্ট্রেশনকৃত প্রথম পঞ্চাশ জনের মধ্যে লটারীর মাধ্যমে স্পেশাল পুরস্কারের প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

এতে ২০তম ব্যাচের আহবায়ক ড. মঈনুল ইসলাম, ড. মনিরুল ইসলাম, ড. সুশেন বড়ুয়া, বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর কাদের, নুরুল আবছার চৌধুরী, মামুন হোসেন, অধ্যাপক ইউনুস মিয়া, প্যামা প্রসাদ চক্রবর্ত্তী, প্রবাসী বন্ধু আকতার উদ্দীন চৌধুরী, নুরুল ইসলাম বাদল, এস. এম. কায়সার, রউফ চৌধুরী, ফোরকান আজম, দেবজিৎ কুমার ধর, মাঈনুদ্দীন বাবু, মিজানুর রহমান, শওকত ওসমান ও চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়সার-এর সহধর্মিণী উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর