আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের বন্ধু মিলন মেলা


নুরুল আবছার চৌধুরী>>>বিশ্ব মানচিত্রে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। ১৯৬৬ খ্রিঃ হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে প্রতিষ্ঠিত বিশ্ব সভ্যতার ইতিহাসে অবদান সৃষ্টির অনন্য বিদ্যাপীট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।আর এ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ বিভাগে ১৯৮৪ খ্রিঃ অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী বন্ধুরা আজ চট্টগ্রাম নগরীর ফয়েজ লেকে মিলন মেলায় মিলিত হয়ে পূণর্মিলনী অনুষ্ঠান,সত্যি মহা আনন্দের।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত হয়ে ধন্য করছেন আমাদেরই সরাসরি রাজনীতি বিজ্ঞান বিভাগের সম্মানিত স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।চট্টগ্রামের বাহিরেসহ দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুরা আজ প্রায় ৩২ বছর পর একে অপরের সাথে মিলিত হতে,গতকালও অনেকে ছুটে এসেছে এ মহা খুশির খবর পেয়ে।ক্লাসমিট হিসেবে ক্লাস, ক্যাম্পাস,ক্যাফেটেরিয়া-চায়ের আড্ডার ফাঁকে ফাঁকে বন্ধুত্বের যে বন্ধন গড়ে উঠেছে, তা কত মধুর আজ মহামিলনের মাধ্যমে প্রমাণিত হ”েছ।অপেক্ষায় আছে সকলে তীর্থের কাকের মত।অনেকে দেশের বাইরে থেকেও রেজিষ্ট্রেশন করে বন্ধুত্বের বৃত্তে অব¯’ান করে নিয়েছেন। আমরা বড় অভাববোধ করছি আমাদের প্রিয় মরহুম স্যার আর আই চৌধুরীসহ আরও যেসব স্যার না ফেরার দেশের বাসিন্দা হয়েছেন। ব্যাচের প্রয়াত বন্ধু আতিক, শফি, তাজকির, বাবু, পন্নী ও বান্ধবী টিটুদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আর যারা অসু¯’ তাদের দ্রæত সু¯’তা কামনা করছি। তাদের খুঁজে বের করে চিকিৎসার খবরাখবর রাখি। সকলকে মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আসুন আমরা একটি ২০তম ব্যাচ রাজনীতি বিজ্ঞান বিভাগের কমিটি করে প্রতি বছর বিভিন্ন আচার অনুষ্ঠান করে নিজের আনন্দ বেদনা ভাগাভাগি করে নিই, আর এবারের উদোক্তা বন্ধু আমেরিকা প্রবাসী আখতারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবারের অনুষ্ঠানে যারা অংশ গ্রহণ করছে না তারাও যেন ভবিষ্যতে উপ¯ি’ত হয়ে বন্ধুত্বের বন্ধন অটুট রাখেন। আজকের এ দিনে প্রত্যাশা হউক, প্রত্যেকের স্বপ্ন পূরণে একে অপরের পরিপূরক হিসেবে সুখ দুঃখের সাথী হব ডযধঃংঅঢ়ঢ়, সবংংবহমবৎ, ঋধপবনড়ড়শ এ যোগাযোগ এর মাধ্যমে। চাটগাঁর সংবাদ (পযধঃমধৎংধহমনধফ.হবঃ) পত্রিকা যার সাপ্তাহিক প্রিন্ট কপি, সার্বক্ষণিক অনলাইন ও মাল্টিমিডিয়া ভার্সন ২০ তম ব্যাচের মুখপাত্র পত্রিকা পরিবারের পক্ষ থেকে শুভে”ছা ও অভিনন্দন। পত্রিকার সম্পাদক ও উদোক্তা হিসেবে সকলকে এ পত্রিকার পাঠক, লেখক হওয়া এবং সংবাদ দেওয়ার অনুরোধ করছি। মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হউন, আমিন।ফার্স্ট ক্লাসমেইট রিইউনিয়ন কর্মসূচি হ”েছ: সকাল ১০টাঃ রিপোর্টিং আড্ডা, ফটোসেশন। সকাল ১১টাঃ মর্নিং ঝহধপশং, নিজেদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ১টা-২টাঃ জুমা নামাজের বিরতি। দুপুর ২টাঃ খঁহপয, ৩টা থেকে অতিথি শিল্পীদের পরিবেশনায় গান। ৪টা আসর নামাজের বিরতি ও ঝহধপশং সাংস্কৃতিক অনুষ্ঠান। মাগরিব নামাজের বিরতি। সর্বশেষ ডিনার


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর