চট্টগ্রামের চন্দ্রঘোনার ওম প্রকাশ দে (৪০) একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সৈনিক। ছোট বেলা থেকে উনি বিএনপি’র ছাত্র সংগঠন, ছাত্র দলের সাথে সংপৃক্ত ছিলেন। ওম প্রকাশের বাড়ী রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব চন্দ্রঘোনা হিন্দু পাড়া গীতা ভবন নামক এলাকায়। ওনার বাবার রাজনৈতিক হাতে কড়ি তিনি। তার স্বর্গীয় পিতা শ্রী বিমল কান্তি দে তৎকালীন চন্দ্রঘোনা রেয়ন মিলের সিবিএর সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি শহীদ জিয়া রহমানের রাজনৈতিক আদর্শের বিশ্বাসী ছিলেন। তিনি বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ওম প্রকাশ দে তিনি তার বাবাকে অনুসরণ করতে গিয়ে বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডে সংপিক্ত হন। উনি ছোট বেলায় চন্দ্রঘোনা ছাত্র দলে যোগদান মাধ্যমে ইউনিয়ন কমিটি থেকে সভা সমাবেশে সব সময় সরাফ থাকতেন।
তার শ্রদ্ধেয় পিতার মৃত্যু পর পরিবারের হাল ধরার জন্য পাড়ি জমান চট্টগ্রামের শহর পশ্চিমে পতেঙ্গায় থানায়। স্বামী – স্ত্রী দু’জনে চাকুরীতে জয়েন্ট হন এবং এখনও চলমান আছে। ওখানেই সংপিক্ত হন বিএনপি রাজনীতিতে। বিএনপি রাজনীতি জন্য ওম প্রকাশ অনেক সময় জেল, জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। আওয়ামী লীগ ফেসিষ্ট সরকারের বিরুদ্ধে বেশীর ভাগ আন্দোলনে ঝাপিয়ে পড়তেন এই হুম প্রকাশ দে। যখন চন্দ্রঘোনায় বিএনপি ও জামায়াতে ইসলামী এবং সমামনা দলগুলি ওই সময়ে আওলীগ সরকার পতনের জন্য হিন্দু পাড়ায় তিনি ব্যস্ত থাকতেন প্রতিবাদী পোস্টার লাগাতেন। কাপ্তাই – চট্টগ্রাম সড়কে মিছিলে অংশগ্রহণ করেছিলেন। চন্দ্রঘোনা সেবাখোলা বট্টলে ওনাকে পিকেটিং করতে দেখা যেতেন। আর উনার সাহসীকতা হচ্ছে তার পরম বন্ধু। চলমান হিন্দু সম্প্রদায়ের লোকজন ধর্মীয় বিষয়কে নিয়ে মিছিল মিটিং ও বিক্ষোভে যখন সামিল তখন বর্তমান আপডেট সময়ে উনি তাদের হিন্দু সম্প্রদায়ের বিষয়ে এটা অযুক্তি ও তাদের অতি রঞ্জিত ঘটনায় রঞ্জিত বলে আপডেট পোস্ট চলমান রেখেছেন।
আবার এদিকে তার এ পোস্ট কে দেশের মঙ্গল জনক প্রতিবাদ বলে স্থানীয় বিএনপি নের্তৃবৃন্দরা মনে করেন। হুম প্রকাশ বর্তমানে তার এলাকা চন্দ্রঘোনা ৭ নং ওয়ার্ডের নের্তৃত্বে আছেন বলে জানান। পাশাপাশি তার এ গ্রামের গীতা ভবনের এলাকায় মদ,গাঁজা ইয়াবা সহ বিভিন্ন রখম মাদক সেবনের কারীদের আল্টিমেটম দিয়েছেন। এ ঘোষণায় যদি কেউ অমান্য করে তার দল বিএনপি কাউকে ক্ষমা করবে না। প্রয়োজনে তাদের কে প্রশাসন এর মাধ্যমে গ্রেফতার করা হবে।
নুরুল আবছার চৌধুরী
Leave a Reply