আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশের শুক্লাম্বর দীঘির পূণ্যস্নান ও মেলা পরিষদ গঠিত


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন সনাতন ধর্মাবলম্বীদের উপমহাদেশের অন্যতম তীর্থস্থান শ্রীশ্রী শুক্লাম্বর দীঘি পীঠ মন্দিরের পূণ্যস্নান ও বার্ষিক মেলা আগামী ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গত ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার সকালে কমিটির সভাপতি হারাধন দেব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্তের সঞ্চালনায় বার্ষিক পূণ্যস্নান ও মেলা ২০২৫ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বার্ষিক পূণ্যস্নান ও মেলা প্রত্যেক বছরের ন্যায় এ বছরও অতি উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি বিজন ভট্টাচার্য্য, সিনিয়র সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী, ড. বিপ্লব গাঙ্গুলী, প্রাক্তন সাধারণ সম্পাদক সুবল তালুকদার, পরিমল দেব, অমর কান্তি ভট্টাচার্য্য, প্রদীপ দেব, পরিমল মহাজন, বিপ্লব চৌধুরী, রামপ্রসাদ ভট্টাচার্য্য, কিরণ তালুকদার, আশীষ দেব, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মধুসুদন দত্ত, ডা. কাজল বৈদ্য, রুবেল দেব, ভবশংকর ধর, তরুণ দেব, তপন দেব, ঋষু মহাজন, নারায়ণ ধর, পুরণজিৎ ভট্টাচার্য্য, সমীর পাইক, অশোক দত্ত, টিংকু ধর প্রমুখ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে শ্রীশ্রী শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির তত্ত্বাবধানে ২০২৫ খ্রিস্টাব্দের পূণ্যস্নান ও মেলা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আসন্ন মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সামাজিক সকল সংগঠন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর