আজ ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা “হীড বাংলাদেশ” এর সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার উপজেলার সুচিয়া গ্রীনভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।

হীড বাংলাদেশের চেয়ারম্যান বায়রন পি বনিকের সভাপতিত্বে এবং এরিয়া ম্যানেজার অসিত কুনদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাছবাড়ীয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিত কুমার দত্ত, থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) যুযুৎসু যশ চাকমা, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সোনালী ব্যাংক- চন্দনাইশ সদর শাখার ম্যানেজার মো. নজরুল ইসলাম প্রমুখ। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন আঞ্চলিক ব্যবস্থাপক অনিল চন্দ্র দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক অধ্যাপক ফরিদুল হক, হীড বাংলাদেশের বিএম নিয়াজ মাহমুদ, বরকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়েশা আকতার আজাদী, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অপু দেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেনিফা আফরোজ চৌধুরী প্রমুখ।

পরে ২৮৪ জন জিপিএ ৫ ও ৪ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১১ লাখ ৭৭ হাজার টাকা এবং ৮ উচ্চ (বিশ্ববিদ্যালয় ও সমমানের) শিক্ষার্থীকে ৩৩ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন হওয়া কর্মসুচির এক বর্ণাঢ্য র ্যালী অনুষ্ঠানস্থল সম্মুখস্থ সড়ক পদক্ষিণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর