চন্দনাইশের বরমায় ২৯ নভেম্বর শুক্রবার বীর মুক্তিযোদ্ধা শহিদ আবদুস সবুর খানের ৫৩ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে পালিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, জেয়ারত ও ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল, শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন, স্মরণ সভা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সভা, তাবারুক বিতরণ ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক খান।
উদ্বোধক ছিলেন রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক ও বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব মোহাম্মদ বখতেয়ার হোসেন মুরাদ। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরো, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক নেতা আলহাজ্ব মঞ্জুর মোরশেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, জয়নাল আবেদীন নিলু, বীর মুক্তিযোদ্ধা আহমদ শফি, বীর মুক্তিযোদ্ধা সিরাজ খান, বীর মুক্তিযোদ্ধা মাবুবুল আলম, এডভোকেট শফিউল হক, মাস্টার মোহাম্মদ মহসিন, মাস্টার শহিদুল ইসলাম, মাস্টার ইয়াজ উদ্দীন, মাওলানামো. নরুল হক, মাওলানা কামরুদ্দীন নূরী, মো. কামাল উদ্দীন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন শহিদের ছোটভাই অবসরপ্রাপ্ত জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আবদুর রহীম খান। সভাপতিত্ব করেন মো. জাহেদ হোসেন খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইপো সিরাজুল ইসলাম খান, আবেদ হোসেন খান, মো. জাবেদ হোসেন খান, মো. সরওয়ার আজাদ, হাসান ইমরুল, গিয়াসউদ্দিন প্রমুখ।
সৈয়দ শিবলী ছাদেক কফিল:
Leave a Reply