চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আয়োজন করেন ভুক্তভোগী মো: লিটন। লিটন জানান, আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র। পরিকল্পিতভাবে আমাকে কেরানী বাড়ির একটি ঘর ভাঙ্গার ঘটনায় অভিযুক্ত করে আমার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। অথচ বাদীর সাথে পারিবারিক ও ব্যাক্তিগতভাবে আমাদের কোন সম্পর্ক নেই। শুধুমাত্র শত্রুতা বশত পরিকল্পিতভাবে আমাকে অভিযুক্ত করেছে। এতে আমার পরিবার শঙ্কিত হয়ে পড়েছে। আমার নামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ ছাপানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট।
আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ধরণের ন্যাক্কারজনক কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের মিথ্যা মামলা থেকে আমার নাম প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি।
Leave a Reply