আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বই বিতরণ, নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা


চন্দনাইশ প্রতিনিধি:

প্রয়োজনীয় সংখ্যক বই ছাড়াই চট্টগ্রামের চন্দনাইশে শুরু হয়েছে প্রাথমিক, মাদ্রাসা ও মাধ্যমিকের নতুন শ্রেণির পাঠদান কার্যক্রম। বছরের প্রথম দিনেই নতুন বই বিতরণ করা হয়েছে চন্দনাইশে।

পাশাপাশি পাঠদান শুরু হয় বিদ্যালয়গুলোতে। এবার বই উৎসব না হলেও কোথাও আনুষ্ঠানিক, আবার কোথাও অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

বুধবার (০১ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনাবাদে উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।

বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যথাক্রমে মুহাম্মদ ইলিয়াছ, জীবন কানাই সরকার, তপন কুমার পোদ্দার, কাঞ্চনাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুল ইসলাম, প্রধান শিক্ষক মোছাম্মৎ রহিমা আকতারসহ সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন জানান, প্রাথমিকে ১ম, ২য় ও ৩য় শ্রেণির বই এসেছে। অন্য শ্রেণির বাকিগুলো বই পযার্য়ক্রমে আসলে শিক্ষার্থীরা পাবে। প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজারোও বেশি বই পেয়েছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় জানান, মাদ্রাসার ৭ম শ্রেণির ৩টি বিষয়ে বই এসেছে। মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ শ্রেণির ৬টি বিষয়, ৭ম শ্রেণির ৩টি, নবম শ্রেণির ২টি বই এসেছে। অন্য শ্রেণির বই আসলে শিক্ষার্থীরা পাবে। তবে সবগুলো বই এখনও এসে পৌছায়নি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। ফলে যা এসে পৌছেছে সেটুকুই বিতরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জানুয়ারি মাসের মধ্যে সবার হাতে সব বই পৌছাবে বলেও জানান তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর