আজ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৩


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২,২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ লিটার চোলাই মদসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে।

পুলিশ জানায়, বুধবার (৩ আগস্ট) ভোররাত সোয়া দুইটার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ খলিলুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ ভবনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১,৫৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ লোহাগাড়া থানার বড় হাতিয়া ইউনিয়নের বড়হাতিয়া হিন্দু পাড়া এলাকার সুধীর শীলের ছেলে কৃষাণ শীল (১৯) কে আটক করে।

সকাল ৯টার দিকে একই স্থানে উপপরিদর্শক (এসআই) মোঃ হাছান উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রামগামী পূরবী যাত্রিবাহী বাসে যাত্রি বেশে ইয়াবা পাচারকালে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার টেকনাফ থানার মাঠপাড়া এলাকার হোছাইন আহম্মদের ছেলে মো. জসিম উদ্দিন (২৬) কে আটক করে।

একই দিন ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার বরকল ইউনিয়নের মোলভীবাজার এলাকায় দেশীয় তৈরী চোলাইমদ বিক্রয় করার সময় ৩০ লিটার চোলাই মদসহ উপজেলার বরকল ইউনিয়নের পূর্ব কেশুয়া এলাকার খুইল্যা মিয়ার ছেলে মো. আলমগীর (৪৫) কে আটক করে। আটককৃত মো. আলমগীরের বিরুদ্ধে চন্দনাইশ থানা সহ ৫টি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে চন্দনাইশ থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ২,২৫০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাইমদ সহ ৩ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর