আজ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাতীয় সমবায় দিবস পালিত


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে চন্দনাইশে পালিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে আজ ২ নভেম্বর শনিবার সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামসুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডিপ্লোমেসি চাকমা।

উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, মার্টিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর প্রতিনিধি সরদার ইউসুফ আলী বাবুল, কানাইমাদারী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো: ওয়াসিম উদ্দিন, জ্যোতি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সভাপতি বসু প্রিয় তালুকদার, সততা সমবায় সমিতি লি:এর সুবল দেব, উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বদরুদ্দীন তুষার, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রূপক ভৌমিক, রাগ রঞ্জিতা পরাগ, অফিস সহকারী চিন্ময় ঘোষ, অফিস সহায়ক ঋজু দাশ প্রমুখ।

শুরুতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দপ্তরের মাঠে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডিপ্লোমেসি চাকমা এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামসুদ্দিন ভূঁইয়া।

এতে বক্তারা বলেন, সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে। ঐক্যবদ্ধ থাকতে শেখায়। সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর