আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বালু মহল নিয়ে বিরোধের জের ধরে চাঁদাদাবীর মামলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেফতার


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে বালু মহল নিয়ে বিরোধের জের ধরে চাঁদাদাবীর মামলায় একজন আটক। মঙ্গলবার রাতে উপজেলার বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরবরমা থেকে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোজাম্মেল হককে আটক করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বরমা ইউনিয়নের পূর্ব চরবরমা ৯নং ওয়ার্ডের ৫ নং বালুর স্তুপ নিয়ে ঠিকাদারের সাথে স্থানীয় ১টি মহলের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে স্থানীয় মহলটি ঠিকাদারের নিকট চাঁদা দাবী করে এবং বিভিন্ন সময় অসময়ে টিকাদারের বালু পরিবহনের গাড়িতে বাঁধা প্রদান সহ কর্তব্যরত ম্যানেজার জাহাঙ্গীর আলমকে মারধরসহ বালু পরিবহনে বাধাঁ সৃষ্টি করেন। ঠিকাদারের পক্ষ থেকে এসব ব্যাপার নিয়ে স্থানীয় লোকজনের সাথে বহুবার বৈঠক ও আলোচনা করেছেন।

স্থানীয়রা এসবের তোয়াক্কা না করে ঠিকাদারের নিকট চাঁদাদাবী করে আসছেন। গত ১০/০৩/২০২৫ ইং তারিখে ঠিকাদার নুরুল আমিন চন্দনাইশ থানায় ১৭ জনকে আসামী করে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত ১৭ জনের মধ্যে বরমা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক ডাক্তার মোজাম্মেল হককে পুলিশ গ্রেফতার করেন এবং বুধবার চট্টগ্রাম আদালতে চালান দেওয়া হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, মামলার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর