চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে একরাতে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৩টা থেকে সকাল ৬টা র মধ্যে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন বাড়ি এলাকার একটি বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে।
চুরি হওয়া গরু চারটির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম নুরুল আলম । তিনি ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক।
ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, রাত তিনটা পর্যন্ত গরুগুলো গোয়াল ঘরে ছিল, কিন্তু সকাল ৬ ঘটিকার সময় দেখি গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে। নতুন বাড়ীর টিনশেড গোয়াল ঘরের ঢুকে চোরের দল। তারা ওই বাড়ির দরজার শিকল কেটে টিনশেড গোয়ালঘরে প্রবেশ করে। পরে গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। গরু ৪টি আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। থানায় অভিযোগ দায়ের করার প্রক্রিয়াধীন।
বরকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীলিপ ভট্টাচার্য্য গরু চুরির বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গরু চুরির বিষয়ে মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply