আজ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ প্রেস ক্লাবের আয়োজনে রমাদান ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমাদান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো প্রায় শতাধিক কোরআনের হাফিজ নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিল – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দিনব্যাপি গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে চন্দনাইশ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা, চন্দনাইশ উপজেলা কৃষি অফিসার মো. আজাদ হোসেন, বাগদাদ গ্রোসারী মার্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল মজিদ, সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহেদ হোসাইন, চাটগাঁর মিডিয়া এর সম্পাদক সাংবাদিক মো: শহিদুল আলম।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ শুদ্ধ বানান ও সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শিক্ষক শাহজাহান, সাংবাদিক ও লেখক সৈয়দ শিবলী ছাদেক কফিল, শিক্ষক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, ব্যাংকার মোঃ রফিক আহমদ, ব্যবসায়ী মোঃ মফিজ উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন, শিক্ষক মোঃ কামাল উদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আমিন উল্লাহ টিপু, অর্থ সম্পাদক তৌফিক আলম চৌধুরী, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী কমিটির সদস্য ফটো সাংবাদিক গৌতম দাশ, বিচারক ছিলেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সোহাগ নুরী, হাফেজ মোহাম্মদ আলী রেজভী, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ জুনায়েদ, হাফেজ মাওলানা মুহাম্মদ ইয়াছিন প্রমুখ সহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, হকার, আমন্ত্রিত অতিথি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে চন্দনাইশ প্রেস ক্লাবের সব সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে।

ইফতারের আগে ইসলামিক আলোচনার মাধ্যমে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। এরপর সকল শহীদদের আত্মার মাগফিরাত, চন্দনাইশ উপজেলার কর্মরত প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত, মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ সময় চন্দনাইশ প্রেস ক্লাবের সদস্যরা সমাজের উন্নয়ন ও সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর