আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি


চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল এসময় নগদ ১লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রবিবার (১০ নভেম্বর) সকালের মধ্যে কোনো এক সময়ে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আরিফ শাহ বাড়ির এলাকায় কুয়েত প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলীর দুইতলা ভবনে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর পেয়ে সকালে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন ও থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলীর মেঝ ছেলে মো. জোবাইদ ইবনে আইয়ুব জানান, আমার পরিবারের সদস্যরা জরুরি কাজে বাড়িতে ছিলেন না। এই সুযোগে চোর চক্রের সদস্য আমার ঘরের তালা ভেঙ্গে ৪ ভরি স্বর্নালংকার ও নগদ ১লক্ষ টাকা সহ অন্যান্য জরুরি আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙ্গে তছনছ করে সব ফেলে দেয়। এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, ‘চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোন মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি। মালামাল চুরির ঘটনা সতত্যা পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। ## ছবির ক্যাপশনঃ চন্দনাইশে প্রবাসীর বাড়িতে চুরি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর