চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা শাখা গণতান্ত্রিক যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. এয়াকুব আলী, উদ্বোধক ছিলেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দিন।
চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খাঁনের সভাপতিত্বে চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবির, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সমাজ কল্যাণ সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট মোঃ ইকবালুর রহমান, চন্দনাইশ উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের আহবায়ক একরাম হোসেন, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, যুগ্ম আহবায়ক মহিউদ্দীন প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এলডিপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply