আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলা আ’লীগের ইফতার মাহফিল সম্পন্ন


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আগামী বছর ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশে নতুন নতুন অতিথি পাখির আগমন ঘটেছে। যারা চন্দনাইশকে সন্ত্রাসী, আইয়ামে জাহেলিয়ার যুগ বানিয়ে রেখেছিলো তাদের দোসররা আ’লীগের ছায়াতলে দলকে বিনষ্ট করার চেষ্টা করছে। তাই সু-সংগঠিত হয়ে দলকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান। এক সময় চন্দনাইশের জনপথ ছিলো সন্ত্রাসীদের দখলে তারা প্রয়াত আ’লীগের সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান চৌধুরীসহ অনেককে আক্রমণ করেছে। কর্ণেল অলির দোসরা এখনো সজাগ। তাই ছাত্রলীগের পৃথক পৃথক মিছিলকে উদ্দেশ্যে করে বলেছেন,কোনভাবেই অনৈক্যকে মেনে নেয়া যাবে না। এধরনের ছাত্রলীগ চন্দনাইশে প্রয়োজন নেই। তাই ২ জনকে একই ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করার আহবান জানান।
চন্দনাইশ উপজেলা আ’লীগের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,ইফতার মাহফিল ও কর্মী সমাবেশ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান,আ’লীগ নেতা যথাক্রমে আবুল বশর ভুইয়া,এম কায়সার উদ্দিন চৌধুরী,বলরাম চক্রবর্তী,আবদুল মালেক রানা, মাহাবুবুর রহমান চৌধুরী,বাবর আলী ইনু,হেলাল উদ্দিন চৌধুরী,ফরিদুল ইসলাম চৌধুরী,মাহামুদুল হক বাবুল,তৌহিদুল আলম,নবাব আলী,উৎপল রক্ষিত,সমীরণ দাশ তপন,চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ চৌধুরী রোকন,আবদুর রহিম চৌধুরী,এড.খোরশেদ বিন ইসহাক,এসএম সায়েম,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান,মো.মামুন,যুগ্ম সম্পাদক মো.সালেহীনুরজ্জামান চৌধুরী তানভীর,উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম,সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান,যুবলীগ নেতা সিরাজুল ইসলাম লোকমান হাকিম প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও.আবুল কাশেম নুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর