আজ ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার


অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আজিজকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার দিবাগত রাত ২টার দিকে পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেফতারকৃত মোঃ আজিজ বাকলিয়া থানাধীন দোস্ত মোহাম্মদ এলাকার পশ্চিম পাড়ার মৃত মতিউর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি গত বছর অক্টোবর মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২০) এর ৯(১) আইনে রুজু হওয়া নগরীর বাকলিয়া থানার ২নং মামলার আসামি।

র‌্যাব আরও জানায়, সে মামলা রুজু হওয়ার পর হতে আইনশৃংঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সর্বশেষ পটিয়া থানা এলাকায় অবস্থান করে আসছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর