অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ওমরা হাজীর মোয়াল্লেমের কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ করেছে নিরাপত্তা সংস্থার সদস্যরা।
বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করে। সূত্র জানায়, শাহিন আল মামুন নামে এক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-136 ফ্লাইটে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক রুটে ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হাতব্যাগ ও প্যান্টের পকেট থেকে ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার বাজারমূল্য ৫০ লাখ ৭০ দুইশত টাকা।
এ বিষয়ে কাস্টমস ও নিরাপত্তা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক যাত্রী স্বর্ণালংকারগুলো অবৈধভাবে বহন করছিলেন এবং শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই এসব স্বর্ণ আনতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply