মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চট্টগ্রামের চন্দনাইশ থানার অধীনস্থ দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক পেয়েছেন। অভিন্ন মানদন্ডের আলোকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, সাজা ওয়ারেন্ট তামিলসহ অপরাধ প্রবণতা রোধে কাজ করে যাওয়াতে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন বলে জানা যায়। বৃহস্পতিবার (১২ মে) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসআই বিল্লাল হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসিসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে এসআই বিল্লাল হোসেন বলেন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিভাবকের হাত থেকে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার গ্রহণ সত্যি আনন্দের। আমি চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন স্যারের প্রতি কৃতজ্ঞ। কারণ উনার দিক নির্দেশনা না পাইলে এ অর্জন অসম্ভব ছিল। আমি আমার দায়িত্ব পালনে শতভাগ স্বচ্ছ ছিলাম, আছি এবং থাকবো। মাদক ও অপরাধ নির্মূল এবং অপরাধী দমনে আমার কাছে ছাড় নেই। আর নিরীহ মানুষ আমার দায়িত্বকালীন সময়ে হয়রানীর শিকার হয়নি, হবেওনা। এ ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply