আজ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘুমধুম সীমান্তে ইয়াবা হাতে বীরদর্পে চিন্নাইংচিং তংচংগ্যা! 


ভ্রাম্যমান প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩ং ওয়ার্ডের বাইশফাঁড়ীর উপজাতি যুবক চিন্নাইংচা ১০ হাজার পিস ইয়াবার একটি বান্ডিল হাতে নিয়ে প্রদর্শন করে বীরত্বের পরিচয় দিচ্ছে,এমন একটি ছবি এ প্রতিবেদকের হাতে সংরক্ষণে রয়েছে। ইয়াবা হাতে নেওয়া যুবক বাইশফাঁড়ী দক্ষিণ পাড়ার চৈতামং তংচংগ্যার ছেলে চিন্নাইংচিং তংচংগ্যা (৩৫) বলে পরিচয় মিলেছে।

ওই তংচংগ্যা যুবক মিয়ানমার থেকে কৌশলে ইয়াবা বহন ও পাচার করছে দীর্ঘদিন ধরে।মিয়ানমার সীমান্ত লাগোয়া বসতি হওয়ায় ইয়াবার বিশাল চালান এনে রাঘব বোয়ালদের কাছে পৌছে দিতো, যা লোকমুখে কানাঘুষা রয়েছে। তাছাড়া ওই এলাকার কয়েকজন যুবকও চিন্নাইংচিং’র সাথে  ইয়াবা পাচারে সরাসরি সম্পৃক্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্পর্শকাতর এই ছবিটি মোবাইলে ছড়িয়ে পড়লে চিন্নাইচিং গা ঢাকা দেয়।

চিহ্নিত ইয়াবা কারবারি চিন্নাইচিং দশ হাজার পিস ইয়াবার বান্ডিল হাতে নিয়ে সেল্ফি তোলে নিজেকে বীরত্বের পরিচয় দিয়েছে,সে দেশের মাদক বিরোধী প্রচলিত আইনকানুন মানে না। চিন্নাইংচিং তংচংগ্যাকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এ সংক্রান্ত বিশেষ চিন্নাইংচিং’র মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অধিনস্থ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইন্সপেক্টর জাফর ইকবালের কাছে জানতে চাইলে তিনি বলেন,খোঁজ খবর নিচ্ছি এবং এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর