নিজস্ব প্রতিবেদক >>> বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “ঘুমধুম উচ্চ বিদ্যালয়” পরিচালনা কমিটির ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।সম্প্রতি ঘুমধুম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ‘ঘুমধুম উচ্চ বিদ্যালয়’ পরিচালনায় নব গঠিত এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সংবাদ মাধ্যম ‘চট্টলা বাংলা’র প্রকাশক শাহনেওয়াজ চৌধুরী,পদাধিকার বলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খোকন কান্তি দাশ সচিব,শিক্ষক প্রতিনিধি মুসলিম উদ্দিন ও অভিভাবক প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ মনোনীত হন।চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০২৪-এ বর্ণিত ৬৪ অনুচ্ছেদ অ্নুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।উক্ত মেয়াদের মধ্যে নবগঠিত এডহক কমিটি নতুন একটি নির্বাচিত কমিটি উপহার দেবেন।উক্ত কমিটির নিকট দায়িত্ব বুঝিয়ে দেবেন।এদিকে চট্টলা বাংলা’র প্রকাশক শাহনেওয়াজ চৌধুরী ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিতে(এডহক কমিটি) সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন,সম্পাদক শ.ম.গফুর,নির্বাহী সম্পাদক আজিজুল হক রানা,ব্যবস্থাপনা পরিচালক এমএ রহমান সীমান্ত প্রমুখ।
Leave a Reply