আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজিপুরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দলোনে অস্থিতিশীল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক


রাকিব ইদ্রিস 

শনিবার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে টি এন জেট লিমেটেড পোশাক কারখানার শ্রমিকরা,তিন মাসের বকেয়া বেতনের দাবীতে আন্দোলনে নেমেছে তারা।

আজ ৩০ ঘন্টা হওয়ার পার হওয়ার পরেও তুলে নেওয়া হয়নি অবরোধ,যার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়,যানজটের কারণে অস্থিতিশীল হয়ে পড়েছে সাধারণ মানুষজন।

উত্তরা হাউজ বিল্ডিং থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত পুরো মহাসড়ক জ্যামে জর্জরিত।
সাধারণ মানুষদের জিজ্ঞাসা করা হলে তারা বলে,শ্রমিকরা আন্দোলন করবে করুক তাতে আমাদের কোন অসুবিধা নেই কিন্তু আন্দোলনের নাম করে জনসাধারণকে হয়রানি করার পক্ষে আমরা নেই,গত শনিবার থেকে মানুষ ঠিক মতো যাতায়াত করতে পারছে না,অফিস টাইম পার হয়ে যায় অফিসে যেতে পারে না,এভাবে জনসাধারণকে তীব্র ভোগান্তিতে ফেলে আন্দোলন করার কোন মানে হয় না,দ্রুত থেকে দ্রুত সময় এই সমস্যার সমাধান করে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।

আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন:মালিকপক্ষ দ্রুত বকেয়া বেতন আদায় করার আশ্বাস দিয়েছে কিন্তু শ্রমিকরা মানতে নারাজ,তাদের দাবী হলো যতক্ষণ পর্যন্ত বেতন তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া না হবে ততক্ষন পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর