মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো >>> খুলনায় সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজের একাদশ শ্রেনির নবীন শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় খুলনা খালিশপুর সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজী মুহাম্মদ মুহসিন কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেনির নবীন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খালিশপুর সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সালে শিমুলের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খালিশপুর হাজী মুহাম্মদ মুহসিন কলেজের সদস্য সচিব মো: মিরাজ হোসেনের সঞ্চালনায় একাদশ শ্রেনির নবীন শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, সক্রেটিস বলেছিলেন সর্বোত্তমভাবে অথ্যাৎ ভালো ভাবে আমরা যে কাজ করে থাকি সেটাকে বলা হয় দেশপ্রেম।সক্রেটিসকে প্রশ্ন করা হয়েছিল দেশপ্রেম বলতে কি বুঝায়? তিনি তখন বলেছিলেন সর্বোত্তম ও ভালো ভাবে যে কাজ করা হয় তাকে দেশপ্রেম বলে।সুতারাং যারা এখানে শিক্ষার্থী আছেন তারা যত বেশি পড়াশুনায় মনোযোগী হবেন ততবেশি দেশপ্রেমে উদ্ধুদ্ধ হবেন।সক্রেটিস বলেছেন, সর্বোচ্চ যে কাজটি আপনি করে থাকেন সে কাজটি ভালো ভাবে করলেই সেটি দেশের জন্য, জনগনের জন্য করা ও দেশ প্রেম। বক্তারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আমরা কাজ করতে চাই। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের সার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি।জুলাই – আগষ্ট ছাত্র জনতার যে গনঅভ্যুত্থান হয়েছিল সেই গনঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি ইতিবাচক মাইল ফলক রচিত হয়েছে। আগে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা আপনাদের জোরকরে মিছিলে নিয়ে যেতো।কিন্তু ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে এমন একটি ঘটনাও ঘটেনি যে ছাত্রদের জোর করে মিছিলে নেওয়ার।ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন আবাসিক হলে গেস্ট রুম নির্যাতন নামে একটি কালচার ছিল সেটি ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে চিরতরে বন্ধ হয়ে গেছে। এ সময় বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাধ্যমে আপনাদের প্রতি বিশেষ করে আজকের এই সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজের ছাত্রদলের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বলে জানান। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল, বিএনপি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল, বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো: আমানউল্লাহ আমান,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম প্রমুখ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজ অধ্যক্ষ প্রফেসর প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস সালাম। পরে অতিথিবৃন্দ একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন সহ উপহার প্রদান করেন।
Leave a Reply