আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস  উপলক্ষ্যে ক্যাম্পাসে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা 


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

বর্নিল আয়োজনে উৎসব মুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস – ২০২৪ উপলক্ষ্যে ক্যাম্পাসে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। আজ ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (ভিসি) উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিমের নেতৃত্বে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদী চত্বরে এসে শেষ হয়। এ সময় খুবির ভিসি উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে সপ্নের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।

এ বছর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর পুর্ন করে ৩৫ বছরে পদার্পন করলো।শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সফলতা দৃশ্যমান।সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। এ বিশ্ববিদ্যালয়ের কৃতি অ্যালামনাইরা দেশ বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।তাদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।এ সুনাম অর্জনের নেপথ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা,কর্মচারীদের সবার অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সবাই যে ভুমিকা রাখছে, তাতে অচিরেই খুলনা বিশ্ববিদ্যালয় নতুন প্রজন্মের সপ্নের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। এ সময় তিনি বলেন, জুলাই -আগষ্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগে আজকে আমরা দ্ধিতীয় সাধীনতা পেয়েছি।

এই স্পিরিট আমাদের ধরে রাখতে হবে। জুলাই – বিপ্লবের আদর্শ ধারন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে।এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনে খুলনা বিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধ সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আরো বলেন, জ্ঞান বিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে। ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী,বিভিন্ন স্কুলের ডিন, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট,বিভাগীয় পরিচালক সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসুচি উদ্ধোধন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর