নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার রাজাপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডের কুতুপালংয়ের চাঁটাবনিয়া এলাকার প্রবীণ সমাজসেবক রিয়াজ উদ্দিন ইন্তেকাল করেছেন,ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমব্যথিত বলে এক শোকবার্তায় জানিয়েছেন,রাজাপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডের মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। জীবদ্দশায় একজন স্বজ্জন ব্যক্তি হিসেবে সকলের প্রিয়ভাজন ছিলেন রিয়াজ উদ্দিন।তাহার বর্ণাঢ্য জীবনের প্রশংসায় অবহিত করেন হেলাল উদ্দিন।
রিয়াজ উদ্দিনের মৃত্যুতে এলাকাবাসী একজন সমাজ হিতৈষী ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ। তিনি শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মহান রবের নিকট জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা করেন।
Leave a Reply