সরওয়ার কামাল, মহেশখালীঃ
৭ই ডিসেম্বর মহেশখালীতে সরকারী ছুটির দিনেও থেমে নেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অসাধু ব্যবসায়ীদের আতঙ্কের নাম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। ৭ই ডিসেম্বর বিকালে কালারমারছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা’র ভ্রাম্যমাণ আদালত।
এই সময় ভ্রাম্যমাণ আদালত কালারমারছড়া বাজারে অবস্থিত আলমদিনা হোটেল এন্ড বাতঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৪ হাজার টাকা,২টি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না ঠাঙানোর অপরাধে ৩ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা এবং জনপ্রিয় বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অপরাধে ৩০ হাজার টাকা সহ মোট ৪২ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা’র ভ্রাম্যমাণ আদালত।
সার্বিক সহযোগীতায় ছিলেন, মহেশখালী উপজেলা ভূমি অফিসের নাজির মাঈনুল,রানা বডুয়া সহ সংশ্লিষ্ট জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলেন- মহেশখালী থানার এস আই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি মূল্য তালিকা না টাঙানো ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply