আজ ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার


কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নীমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) ও শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ড মো. সোলাইমানের ছেলে মোহাম্মদ মামুন (৩৫)।

আলমগীর বাদশা কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ মামুন শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর