আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> কক্সবাজার শহরের ঈদগাহ ময়দানসংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ছিনতাইকাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজি বাইকসহ ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা হলেন,মোঃ সাহেদ হোসেন(১৮)কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া এলাকার আলী হোসেন’র ছেলে। মোঃ রহিম(১৯) একই এলেকার নুর নবী’র ছেলে।মোঃ রাকিব(১৯)একই এলাকায় মোক্তার আহমদ’র ছেলে। শহীদ হোসাইন(২৫)চকরিয়া উপজেলার ঢেমুশিয়া,হাসপাড়া এলাকার, নুর নবী’র ছেলে।মোঃ আব্দুর রহিম(১৬),মহেশখালী উপজেলার কুতুবজোম চর পাড়া এলাকার নবাব সিরাজুল ইসলাম’র ছেলে।কক্সবাজার এর পুলিশ সুপার  মুহাম্মদ রহমত উল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি মামলা রুজু করা হয়েছে। তাদেরকে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, এই গ্রুপটি কতদিন ধরে ছিনতাইয়ের কাজে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর