আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে আ. লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার


চাটগাঁর সংবাদ ডেস্ক:

কক্সবাজারে সম্প্রতি বর্তমান অন্তর্বর্তী সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় সদর মডেল থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি রাত ও ১০ ফেব্রুয়ারি ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার শহরতলীর ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়ছড়া শুকনাছড়ি এলাকার মৃত কবির হোসাইনের পুত্র ও শ্রমিক লীগ নেতা নূরুল আলম (৪৫), কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ উত্তর ডিককুল এলাকার মৃত আবদু শুক্কুরে পুত্র ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ (৫৬) এবং পৌর ৯নং ওয়ার্ডের বাদশাঘোনা এলাকার আহমেদের পুত্র ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল সোহেল (২৭)।

কক্সবাজা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান এই তথ্য জানিয়েছেন।

ওসি জানান, কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ জুলাই গণআন্দোলনের আসামি আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। অভিযানে অংশ হিসেবে পৃথক পৃথক অভিযানে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সম্প্রতি সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর