আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার সদরে অস্ত্রসহ ২ জন গ্রেফতার


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা >>> কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।সোমবার (২ ডিসেম্বর ২০২৪) রাত ৯.২০ টার দিকে,খুরুশকুল ইউপির ০৯ নং ওয়ার্ডস্থ ছনখোলা বাজার রোড হইতে সাম্পানঘাট পাড়া গামী রাস্তার মুখে জাহাঙ্গীর কাশেমের মাছের প্রোজেক্টের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,আঃ রহিম প্রঃ ইলিয়াস(৩৮) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড মুহুরী পাড়া এলাকার বজল কবিরের ছেলে।মোঃ ওসমান(৫৪),একই এলাকার,মৃত মোজাম্মেল হকের ছেলে।কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রাত ৯.২০ ঘটিকার সময় উপরে উল্লিখিত ঘটনাস্থলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে এবং আলামতসহ ০১ নং আসামী সিএনজি চালক আঃ রহিম প্রঃ ইলিয়াস(৩৮) কে গ্রেফতার করেন, পরবর্তীতে তাহার দেখানো মতে ০২ নং আসামী মোঃ ওসমান(৫৪) কে লিংক রোড হইতে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা (দুই)টি দেশীয় তৈরি এলজি।৫ রাউন্ড কার্তুজ,১টি সিএনজি,উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা  প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর