আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার। । কক্সবাজার পৌরসভার ০৬নং ওয়ার্ডের উত্তর ডিককুল এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার ০৬নং ওয়ার্ডের উত্তর ডিককুল এলাকারমোহাম্মদ হোসেনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন,সাজেদা বেগম (৩৩), স্বামী- আবদুর রশিদ, পিতা- আবুল কালাম, মাতা- হালিমা বেগম, সাং- দক্ষিণ ডিককুল, বিলংজা ইউপি, ওয়ার্ড নং- ০২, কক্সবাজার। বর্তমান ঠিকানা – মোহাম্মদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া, উত্তর ডিককুল, ওয়ার্ড নং-০৬, কক্সবাজার পৌরসভা ও আবদুল আজিজ (২৫), পিতা- নুরুল হক, মাতা- আনোয়ারা বেগম, সাং- কোর্ট বাজার, ওয়ার্ড নং- ০৯, রত্নাপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। বর্তমান ঠিকানা – মোহাম্মদ হোসেনের বাড়ির কেয়ারটেকার, উত্তর ডিককুল, ওয়ার্ড নং-০৬, কক্সবাজার পৌরসভা।
জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারী) রাত ৯ টা ৪০ মিনিটের সময় কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক,মোঃ সানোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ০৬নং ওয়ার্ডের, উত্তর ডিককুল এলাকাস্থ মোহাম্মদ হোসেনের চার ইউনিটের পাঁচতলা বিশিষ্ট বিল্ডিং এর নিচতলা দক্ষিণ পার্শ্বের ইউনিটের ভাড়াটিয়া সাজেদা বেগম এর বসতঘরে অভিযান চালিয়ে স্টীলের আলমারীর ভিতর হতে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি সাজেদা বেগম ও ওই বিল্ডিং এর কেয়ারটেকার আবদুল আজিজকে আটক করেছে।
আটককৃতদের বিরুদ্ধে উপ-পরিদর্শক,মোঃ সানোয়ার হোসেন বাদী হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (খ) ও ৪১ ধারায় মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply