আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওষখাইন রজায়ী দরবার শরীফে খতমে বুখারী ও বই উন্মোচন ১৩ জানুয়ারী


আনোয়ারা প্রতিনিধি:

ঐতিহ্যবাহী আনোয়ারা ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ) পৌষ বিষু ও বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে খতমে বুখারী ও পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ) সম্পাদনায় বিভিন্ন কিতাবাদী উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারী।

কিতাবাদী মধ্যে রয়েছে-তাফসীরে রজায়ী, দরুদে মোস্তাফা, জীবন গড়ার সহজ পথ রজায়ী ত্বরিকত, শাজরা শরীফ, Easy Way To Built Life Rozaee Toriqat, ফিৎনায়ে দাজ্জালে আকবর।

এতে দেশ বরণ্য বহু আলেম ওলামাগণ উপস্থিত থাকবেন।উক্ত অনুষ্ঠানে দরবারের সকল আশেক ভক্ত মুরিদানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর