আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এসএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদন ৮ হাজার


২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে আবেদন করেছেন ৭ হাজার ৮২৩ জন শিক্ষার্থী। ৮ জানুয়ারি শনিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

জানা গেছে, পদার্থ বিজ্ঞানে ৮৫২ জন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ২ হাজার ২০৬ জন, রসায়নে ৫১৬ জন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে ৬৮৪ জন, উচ্চতর গণিতে ২৬৭ জন, জীববিজ্ঞানে ১৯৭ জন, পৌরনীতিতে ২৬৫ জন, অর্থনীতিতে ২৩ জন, হিসাববিজ্ঞানে ২ হাজার ১৫৬ জন, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১৭২ জন, ব্যবসায় উদ্যোগে ৪৮৫ জন শিক্ষার্থীসহ মোট ৭ হাজার ৮২৩ জন পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর