আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এস কে এস মেধা বৃত্তি অনুষ্ঠিত


ফজলুল করিম

চট্টগ্রাম মহানগরীর স্বনামধন্য অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যক্ষ প্রধান শিক্ষকদের নিয়ে গঠিত টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক আয়োজিত এস.কে.এস মেধাবৃত্তি পরীক্ষা গত শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ :০০ টায় নগরীর ৯ টি কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় প্রায় ২০০০ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। কোমল মতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মনোবল বৃদ্ধিতে সংগঠনের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে। আগামীতে আরও ব্যাপকভাবে বৃত্তি পরীক্ষার আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন সংগঠনের সকল সদস্যবৃন্দ ।বৃত্তি পরীক্ষা শেষে এক সংগঠনের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি শাইনিং সান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জনাব শেখ জসীমউদ্দীন,সিনিয়র সহ-সভাপতি ফ্রেন্ডস স্কুলের প্রধান শিক্ষক জনাব হারিছ মিয়া,সহ-সভাপতি অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম,উদয়ন স্কুলের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা, প্রফেসর হুমায়ুন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোজাম্মেল হোসাইন,বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপিঠ প্রধান শিক্ষিকা প্রিয়াংকা চৌধুরী,সংগঠনের সাধারণ সম্পাদক এবং অর্কিড স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক চাইল্ড হেবেন গ্রামার স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা নুর, অর্থ সম্পাদক রুস্তম আলী,সাংগঠনিক সম্পাদক মোঃহাসান, কার্যকরি সদস্য বাদল হাজারী, রেহানা ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর