আজ ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এপেক্স ক্লাব’স অব বাংলাদেশের পোস্ট কনভেনশন বোর্ড মিটিং অনুষ্ঠিত


শুক্রবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৪৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন পরবর্তী নতুন গঠিত জাতীয় বোর্ডের পোস্ট কনভেনশন বোর্ড মিটিং চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ রাত ৮ঃ০০ টায় জাতীয় সভাপতি এপে. এ্যাড. মনিরুল ইসলাম পান্নার সভাপতিত্বে ও জাতীয় সচিব এপে. ডিএম সোলায়মান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পোস্ট কনভেনশন বোর্ড মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন সদ্য অতীত জাতীয় সভাপতি এপে. ডক্টর এস এম হাসান আলী, অতীত জাতীয় সভাপতি এপে. রিজওয়ান সাঈদী, অতীত জাতীয় সভাপতি এপে. ইঞ্জিনিয়ার মোঃ পারভেজ উদ্দিন আহম্মেদ, অতীত জাতীয় সভাপতি এপে. রুহুল মঈন চৌধুরী, জাতীয় সহ-সভাপতি এপে. মোহাম্মদ নাসিম আহমেদ, জাতীয় বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ জেলা গভর্নর বৃন্দ ন্যাশনাল অফিসিয়াল বৃন্দ প্রমুখ।

এপেক্স বাংলাদেশ এর পোস্ট বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উত্থাপন ও উপস্থিত সকলের সম্মতিতে পাশ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর