আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এতিমখানার টাকা আত্মসাতের মামলায় গারাংগিয়া মাদরাসার অধ্যক্ষ জেলখানায়


সাতকানিয়ার শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার তহবিল থেকে ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় গারাংগিয়া ইসলামীয়া রব্বানী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত এ আদেশ দিয়েছেন। এর আগে উচ্চ আদালতের জামিন শেষে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে ম্যাজিস্ট্রেট তা নাকচ করে দেন।

মামলার বাদী আইনজীবী শেখ ইফতেখার সাইমুন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ৪ জানুয়ারি মাওলানা মোহাম্মদ নুরুল আলম ফারুকীসহ অপর একজন যোগসাজশে উক্ত ২০ লাখ টাকা আত্মসাত করেছেন।

এ ঘটনায় শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার পরিচালনা কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এএসএম রিদওয়ানুল করিম মামলাটি করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর